ভাবছো কেন প্রতিভা?
দুঃখের রাত্রি পেরিয়ে স্নিগ্ধ সকাল উঁকি দেবে
পাখির কলরবে মুখরিত হবে চারিদিক
দূর হবে জীবনের ধুলি ধূসরিত দিন
ওই তো দুর্ভাগ্যের বিদায়ের সুর,সামনে সুদিন।  


কাঁদছো কেন প্রতিভা ?
যা ছিল বলার, যা ছিল কর্তব্য আমার
সর্বস্ব দিয়ে করেছি পালন
তবু যদি সিঁড়িঘরে তুমুল হইচই, নেবুতলে জোনাক জ্বলা সন্ধ্যায় জীবনের সাথে খেলে ডুবসাঁতার
চোখ জ্বলা অন্ধকারে হাতড়াবার কীইবা আছে বলো?
যে যাবার তাকে যেতে দাও, স্মৃতি নিয়ে ঘাটতে যেওনা আর।


ডাকছো কেন প্রতিভা?
ডেকে ডেকে এলোচুলে কাকে আর ফিরাবে তুমি?
পলাশের ডালে ফুটেছে রক্ত রঙা পলাশ
কৃষ্ণচূড়া,জবা, লাল গোলাপের লাল
চোখের তারায় তুমি গুনে রেখে দাও
কতটা হারালো দিন, মাস কতটা বা সাল।
________________________
টুঙ্গিপাড়া,