পৃথিবীর মানুষকে চিনতে চিনতে হাঁটি
কী আর লাগবে শেষ বেলা
কিছু শাদা কাপড়ের থান
কাঠ বাঁশ আর মাটি!


সে যত হও ধনবান বিত্ত বৈভবে খাঁটি
যতই দরিদ্র ভিখিরি পুরুষ কি রমণী
কাটুক সময়, যতটুক--
জীবনের মাতামাতি
তারপর নামবে আঁধার গহন কালো রাতি।


কী আছে আর কী নাই জীবন মৃত্যুর পর
কতটুকু প্রচ্ছন্ন, কতটা পরিষ্কার
সবই এক মোহময় অন্ধকার
তবু হাঁটি অদৃশ্য আলোর ইশারায়
যদিওবা রহস্যময় পথের সন্ধান পাওয়া যায়।
★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া