রোজ বিকেলে নদীর দিকে তাকাই
জলশূন্য তারপরও সে নদী
জলময় তারপরও


হররোজ গোলাপ ছুঁই
একই গন্ধ তার
তবুও গোলাপ মান্ধাতার


রোজ প্রত্যুষে সূ্র্য দেখি
রাতে চাঁদ অথবা তারা
তবুও সে আকাশে একা, সর্বস্বহারা


রোজ দেখি আকাশ, বুক তার অসীম আধার
তবু সে কাঁদে, কান্নায় উপশম তার


প্রতিক্ষণে পড়ি কারো মন
ঠিকানা জানা নাই,
তবু কষ্ট আর বেদনা দুই বোন


নদী নারী আকাশ চাঁদ সূর্য তারা
সবকিছু ধ্রুব,
তবু ভিন্নতর ধারা, ভিন্ন ব্যঞ্জনায়।
★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,১৩/০১/২০২১