বিড়াল ছানা চোখ না ফুটেই জন্মে, জন্মেই আর দশটা স্তন্যপায়ীর মতো মায়ের দুধ হাতড়ায়, দশ বারো দিনে চোখ ফোটে
টানা তিরিশদিন মায়ের দুধ খায় শরীর থেকে কোন বহির্গমন নেই (হাগেও না মোতেও না,) যেই ভাত রুটি অন্য খাবার খায় শুরু হয় ওই দু' টি কাজ।


ক' জোড়া দেশী কবুতর আছে আমার, রোজ তাদের জীবন প্রকৃতি দেখি, সারাদিনই ওরা পরিশ্রমে থাকে
স্ত্রী সঙ্গম, বাসা বানানো, ডিমে তা দেওয়া, বাচ্চাকে খাওয়ানো, নিয়মিত শারীরিক ব্যায়াম করা, মাঝে মাঝে বিবাদ বিসংবাদ কিংবা পরকীয়া চলছেই।


শুনেছি স্ত্রী ঘু ঘু পাখি প্রতিবার ডিম দেয়ার আগেই পুরুষ পাল্টায় যেমন নির্বাচনের আগে রাজনীতিবিদ পাল্টায় দল।


ছেলে মেয়ের এখন অবাধ মেলামেশা। কারো বয়ফ্রেণ্ড কারো গার্লস। সম্পর্কের সীমানা ছাড়িয়ে তারা মত্ত হয় আদিমতায়। এটা এক সভ্য সমাজ
ভালোবেসে ভুলে যায় পাপ পূন্য স্বর্গ  মর্ত্য  সব।


সৃষ্টিতে আছে না বলা কওয়া আবার কড়াকড়ি
সন্তান মায়ের কাছে আসবেই, পুরুষে নারী নারীতে পুরুষ। রাতের পরে দিন, দিনের পরে রাত, খাবার পর ক্ষুধা, ক্ষুধার পরে খাওয়া।


এই যে পরম্পরা কখনোই আমি তুমি এর বাইরে নই
ব্যতিক্রমও নই।  প্রকৃতিই ঠিক করে দেয় আপন স্বভাব, মানি  আর নাইবা মানি।
*****************************
টুঙ্গিপাড়া