এ অপরূপ রূপের মোহে একা আমায় কেন ডাকো
রে বসন্ত! চিরকালই সবার মনে মনে
এমনি করেই থেকো, এমনি করেই রেখো।


বারে বারে উতলা মন ফাগুন কেন খোঁজে
কেন বৃথা আকাশ দেখাও মেঘের দেখা নাই!


ফাগুন তো আজ আগুন লাগা ভোর
কৃষ্ণচূড়া পলাশ ফুলের রং
শিমুল ফুলের গোনা আয়ু শেষের পথে এলো
আমের বোলে লেবুর তলে ঘ্রাণ।


গাছেরা সব শোকের পরে থেকে
সদ্য পাতার কুঁড়ি ফোঁটায় ল্যাংটা ডালে  ডালে।


জানো!
মটরশুঁটি, চৈতি ফসল স্বপ্নে ভরা দিন
নানান জাতের মসলা ক্ষেতের প্রান্ত সীমানায়
কী মধুময় বাতাস কেটে যায়!


আমরা তো ভাই  মাটির মানুষ
আমাদেরও বসন্তদিন আছে
চাই তাহলে যতকালই আছি, জীবনটাই বসন্তে থাক বেঁচে।
এ অপরূপ রূপের মোহে একা আমায় কেন ডাকো
রে বসন্ত! চিরকালই সবার মনে মনে
এমনি করেই থেকো এমনি করেই রেখো।