মাস শেষে ধারদেনা আর মাসকাবারের বাজার শেষে জ্বর আসে বাবার-
অবশিষ্ট বেদনারা জলে ভাসলেও না দেওয়ার উচ্ছলতা কাটতে চায় না তবু
মন নদী ফেরী করতে করতে অপেক্ষা, সন্তান যদি বা একটু সুখে থাকে!


তসবির দানার মতো গুনতে থাকে জেঁকে বসা অভাব। রোজা শেষ হলে রোজা আসে, পুরাতন জামাও জলে ধুয়ে ঈদ
তারপরও মা বাবা মা'র মাঝে মাঝে হাসিমুখ, দীর্ঘ স্বপ্নের মধ্যে স্রোতবহা নদী।


হায় স্রোতের নদী! জীবনের ঘাটগুলো ভাঙতে ভাঙতে
পার হতে হয় কল্পনার ওপার
না থাকে জীবন তরী না থাকে ভাবনার মাঝি;
সেখানেই রোপন করা স্বপ্নটা বড় হয় হোক
ওরা যেন সুখী হয়, আসে যেন ওদের ওপর সকল সমৃদ্ধির আলোক।


মা আর বাবা বলে যার নাম
                       সন্তানের পৃথিবী সন্তানের ধাম।