জীবন কখনো নয় স্থির
থাকেনা সমান সময়
হেসে হেসে বেলা চলে যায়
জানি, সেদিন হয়ত বেশী দূরে নয়
চলে যাবো - যাবো দূর, বহুদূর
জাগতিক কোলাহল ছেঁড়ে
কোন এক অজানা ঠিকানায়
থাকবে না জাগতিক কোন লেনদেন
তোমাদের কাছে আমার কোনো জবাবদিহিতা
জীবনের সমস্ত সঞ্চয়,সমস্ত লেখালেখি
পুরানো পাণ্ডুলিপি হয়ে
পড়ে রবে, গৃহকোণে কোনো পরিত্যক্ত বাক্সে।
যদি কখনো কোনদিন
কারো মনে কোনো প্রশ্ন আসে
খুঁজে দেখো একটিবার
বিবর্ণ পাণ্ডুলিপির ছেঁড়া পাতায়
খুঁজে পেলেও পেতে পারো
অজানা কোনো প্রশ্নের উত্তর।


সেদিন হয়ত বেশী দূরে নয়
চলে যাবো - যাবো দূর, বহুদূর.....