বলোতো প্রতিভা, কোথায় ভালো বকুল ফুল আছে
শ্মশান পাড়ায় যেতে যেতে
প্রতিভার বকুলের এতো টান
সত্যিই লক্ষ্য করিনি!
সত্যিই লক্ষ্য করিনি মাটির বাসন কোসন বেঁচতে এসে
গ্রামের ফেরিওয়ালা কী গান গেয়ে গেলো
প্রতিভার বুক ব্যথা করে!


বলোতো প্রতিভা, কোথায় আছে নামকরা বল্লা পোকার বাসা
বড় বড় মাটির খেলাঘর
কেউ কারো পর নয়। কেবল প্রতিভা বসত
করে প্রতি ঘরে, ভেতরে ভালোবাসার কবিতা,
তাকে একবার বলে দিও
চাঁদের হলুদ রোদে হেঁটে যাবে অনাত্মীয়।


ঈর্ষার কাছে ডেকে
মনের রঙ্গিন ক্যামেরার পর্দা দুলে ওঠে
ডানা ঝাপটিয়ে ত্রিগুন শব্দে চলে যেতে চায়
নিশাচর বাঁদুরেরা।
★★★★★★★★★★★★★★★★★★★★★


[] রচনাকাল ২৩-১২-১৯৯৩ বয়রা, খুলনা।
লেখাটি অগ্রন্থিত এবং যে রকম করে খাতায় লেখা,
সে রকমই তুলে দেয়া []