দুঃখিনী মা ভেঁজা চোখে দাঁড়ানো এখনো
সেই গেলো দূর দেশে কোলের সন্তান
আসেনি বাড়িতে ফিরে বার্তা নেই কোনো
পাঠ শেষ হবে কবে? কবে উপার্জন
আসবে নতুন বউ ছেলেপুলে নাতি
হুল্লোড়ে উঠবে মেতে সারা পাড়াময়
এতোটুকু ভুল আশা? আশা নিরাশায়
কে জ্বালাবে ভবিষ্যতে ভরসার বাতি?


তারপর শুরু হলো বিষাদের খেয়া
চোখের কিনারে জমে শত শোক ব্যথা
শুনেছে পঁচিশে মার্চ সেই কাল রাতে
হায়েনা ঝাঁপিয়ে পড়ে গোটা দেশ পরে
বলি হলো অগুনতি প্রাণ, রুখলোও তারা
এলো স্বপ্ন স্বাধিকার; এলো না সে ফিরে!


★৯/১২/২২ এ প্রথম আট লাইনসহ নাম দিয়ে অন্য লেখা এসেছে। খসড়াটা অসামাপ্ত ভেবে এখানেই নীচের ছয় লাইন লিখে পোস্ট হয়ে গেলো।★