হাওয়া হলেই এলোমেলো,তোমার মধ্যে ঘুমের কিনার
তোমার মধ্যে তুমুল বেদন, হয় কেন তা শান্ত নদী
তোমার মধ্যে বজ্র নিনাদ, থামলো কিনা বুঝতে নারি
চেয়ে দ্যাখো ফাগুন বেলায়, আগুন জ্বলা পূব আকাশে
সাহস জোগায় স্মৃতির মিনার।


দেখতে পারো,
শিমুল পলাশ মাটির ফুলে, রং লাগানো ফাগুন হাওয়ায়
মলিন যেন প্রজাপতি বাকহারা সব পাক-পাখালী
স্বপ্ন ফোটা ভবিষ্যতে এ কোন ক্ষুধা, শোকের মিছিল?


তুমি তো  ভাই প্রৌঢ় না আজ
লক্ষ কোটি শক্তবাহু জ্ঞানে মানে উথলে উঠা
উথলে উঠা নবীন যুবা নারী পুরষ গৃহস্থালী।
তুমি তো আর ঘর হারা নও পর হারা নও একটুখানি
থাকছো না তো অন্য কুলে ভরে আছো ফুল ফসলে।


তুমি হাসো হাসবে নদী গাইবে পাখি কলরবে
একটুখানি ভালোবাসো ভালোবাসা পাবেই পাবে
ফুল ফোটাবে মেঘের খোঁপায় রক্ত পলাশ বসুন্ধরায়
স্মৃতির মিনার গহীন মনে।