এই শহর ছেড়ে উধাও হবো সত্যি জেনো
উধাও হবো রাত দুপুরে একলা একা
সোনাডাংগা পেছন ফেলে হাঁটবো কেবল সামনে ফাঁকা
সড়কবাতি দেখবে চেয়ে ঝাপসা চোখে
খুঁজবে না কেউ, কাঁদবে না কেউ,  ভাববে না কেউ লোকটি ছিল
দু'হাত পেতে ভালোবাসার হাতছানি দেয়
রাতের মতো উদাস তারার কাব্যলেখায় দাঁড়িয়েছিল।  


উধাও হবো সত্যি যেদিন উধাও হবো
বিফল হবে তোমার সঙ্গে শেষের দেখা
এই শহরের ইট পাথরের গল্প লেখা,
এই শহরের দেয়ালগুলোয়, প্রেমহীনতার ছবি আঁকা।


এই শহরে হাঁটি আমি রাত বিরাতে
পাগলা কাশু বাজায় বাঁশি একলা বসে
ফটিক মিয়ার আযান ধ্বনি কানের মাঝে
বিশু দাসের কাশির শব্দে কষ্ট নামে
তরকারী আর বিস্কুট বেঁচার দু'জন বুড়ো
আর আসেনা গেছেন তারা গোয়ালখালি
আমিও তাই উধাও হয়ে পাততাড়ি  যাই
হায়রে সাধের শহর খানি, বিপুল বোঝা মাথায় নিয়ে
হচ্ছি বুড়ো।
এই শহরেই উধাও হবো সত্যি জেনো।
*****************************
টুঙ্গিপাড়া,