কাক ডাকা ভোর হতে বুকের জমিনে খুড়ি সুখ
খুড়তে খুড়তে ভুলে যাই গাও গ্রাম বাড়ি ঘর
আমার ঠিকানা।


খুড়ে চলি প্রতি রোজ অবুঝ বিবেক
নারীর শরীর
আকাশের নীচে মাটির পৃথিবী
কাস্তে শাবল গাইতি বিহীন আগামী ছবি।


নদী বেঁচে থাক জলের তৃষ্ণায়
অন্ধের হাত নীচে
ফুটলেও রোজ হরেক পুষ্প
শিশির ধানের শিসে..........
সব খুড়ে খাই, যেখানে যা পাই সবটুকু অধিকার
শুধু ভুলে যাই  থাকতেও চাই,  চিরকাল ধরে বাস করা সব বঞ্চিতের হাহাকার।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
টুঙ্গিপাড়া,