পরাণের মইধ্যে বাড়ি খায়, ক্যান যে ইন্টারনেট ছেলো না আগে, কত ফষ্টি নষ্টি অহন!
আগে করবার পারি নাই।
কত সোন্দর কইরা পোলাপান গুলা নষ্ট হইয়া যাইতাছে!
এখন কেউ ভয় করে না পাপের, ভয় করে না মহামারী।
তয় কথা কিছু হাচাই কইতাছি, কেউ কয় সোলেমান নবীর সমায় বাতাসে বাতাসে কথা কওয়া যাইতো, ছুইটা যাওন যেতো এক মুহূর্তে এই ব্রহ্মাণ্ডের বাঁকে বাঁকে
তাইলে কী মোবাইল ইন্টারনেট আর দ্রুতগামী বিমান তখন ছেলো ?
কালের বিবর্তনে আর মারী অতিমারী অথবা প্রকৃতির আর কোন ধ্বংসলীলায় মুছে গেছিল সেকাল সভ্যতা?
বাড়ি খায়, সত্যিই পরাণের মইধ্যে বাড়ি খায়.....


তাইলে কী এই আধুনিক আর উত্তরাধুনিক অথবা অনাগত কাল পরিক্রমা সকলই মুইছা যাইয়া আবার জামানা আসবে আদমের ?
নতুন কইরা সভ্য হইতে হইবে জীবনের ?
মনের ভেতর বহু প্রশ্ন জন্ম নিলেও শেকড় তো আর বিচ্ছিন্ন নয়!
বাড়ি খায়, সত্যিই পরাণের মইধ্যে বাড়ি খায়.....
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,