কার দিকে অমন বাঁকা চোখে চাও ?
ওর চেয়ে চালাও গুলি ছুরি চাকু অথবা
ধারালো দু' হাত
অমন দৃষ্টিতে মারো কেন
অনুরাগে ছোঁও না একবার, সেও তো মানুষ!


অমন হিংস্র হলে কেন ?
চোখের আগুনে পুড়ে কাকে করো ছাই ?
কার ওপরে ঢালো অতো ঘৃণার গরল ?
তুমি কী ছিলেনা সেই
শিশুর মতন চরম অসহায় এক?
কারো চুমু পড়েনি কখনো অধরে তোমার ?
সেও তো মানুষ!  মায়াভরা চোখ তার......


জন্ম জন্মান্তরে তুমিও মানুষ,
মানুষ মানুষেরে ঘৃণাভরে তাকায় ঠিকই
ভালোবেসে আলো জ্বেলে বানায় সুহৃদ
যারে তুমি অবহেলো, সেও তো মানুষ !
হাত ধরো, দাও তারে মমতা পরশ।
হোক জয়ী মানবতা, মনুষ্য জীবন।
★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,