সত্যিই যদি এবার তুমি না আসো
চূড়ান্ত আন্দোলনে যাবো
ডাক দেবো,
সমস্ত প্রেমিক পুরুষ ছেঁড়ে আসো অসুখের প্রেম  
হাত তোলো শৈশবের ঘোড়া
সমস্ত নারীকুল হোক আমার মা, আমার ভগিনী।


যদি সত্যিই সত্যিই না আসো বুকের ভেতর
না পেয়ে আকাঙ্ক্ষিত
নির্জন অবহেলা পাই অবশেষে
আর জন্মাবে না পৃথিবীতে দুরন্ত শোক
এক নতুন বিপ্লবের ডাক দিয়ে যাবো
ডাক দেবো,
বৃক্ষদের শাখে শাখে না আসুক ফুল, পাখি, শিশিরের জল ; সুস্মিত ছায়াতল
বিলম্বিত হবো তবু করুণার জলে আঁকা রঙে।


যদি না আসে সময়ের অঘ্রাণ, না আসলো চিহ্ন তোমার যদি রৌদ্র পীড়নে হই ক্ষতবিক্ষত
জীবনের ফাগুন থামাবো জেনে রেখো
কষ্টের মিছিলে কখনো যাবো না বলে দুঃখকে
করবো  হরণ।
এসো পদ্মের পাতায় ফুলে, এসো মধুপ গুঞ্জরনে
অফুরন্ত শিহরণে
এসো পূর্ণিমার রাতে দোল দিয়ে নামাই সুখ
এসো হাতে হাত ধরে সমস্ত পৃথিবীর তাড়াই অসুখ।
******************************
টুঙ্গিপাড়া,