পৃথিবীর ছাদ হতে হেঁটে হেঁটে
কবিতার স্বরলিপি বুনে
তোমার সুরের কাছে গিয়ে জানলাম
তুমি আমাকে অন্যরকম ভাবে চেয়েছো
ঠিক আদি-অন্তহীন ভালোবাসার মতন।
  
হিমেল বাতাস ভরা পূর্ণিমার ঠোঁটে
ফুটে থাকা এক ঝাক হিমালয় ফুলে
তোমার সীমাহীন ধৈর্যের চোখ
আমাকে আকর্ষণ করেছে অযুতবার।


জানো কিনাঃ
সুন্দর হারিয়ে গেছে সেই কবে
সবুজ বনানী সব, ঢেকে গেছে হিমালয় ফুল
নিঃশব্দ বুনে যায় স্বপ্ন অলীক
আজ তাই সীমাহীন অবসর
আজ আমার সিদ্ধান্তহীনতার মুক্তি হবে বলেই,


ক্রমশঃ তোমার উষ্ণ অস্বচ্ছ সুন্দর ভালোবাসার ধোয়ায়
আবৃত হয়ে যাচ্ছি।
*********************************
রচনা ১৬/১২/১৯৯৩
সোনাডাংগা, খুলনা