হারাবার দুঃখ নিয়ে ডুবে গেলো চাঁদ
পৃথিবীতে কিয়ৎকাল তাই অন্ধকার, জোছনার
আলোক শিখা যদিও হয়েছে দূর, তুমুল অভিমানে
সে অভিমান কাঁধে নিয়ে পশ্চিমের বাঁশঝাড়ে
অখিলের ভূত হয়ে এসো, অল্প কিছু কথা কয়ে নেবো
অল্প কিছু স্মৃতি ভুলে গেছি।
মিলনের ফুলগুলো শুকিয়েছে ফের,
স্নিগ্ধ সূর্যটারে ফুল ভেবে খোঁপায় তুলে দেবো


চাঁদ হারানোর মতো যেওনা অন্ধকারে
পাখিদের সব সুখটুকু নিয়ে হারিয়ে যাবার হলে যেও
সীমাবদ্ধ সীমানায় আটকাতে চাইবো না আর।
******************************
টুঙ্গিপাড়া,