নদীর চেয়েও ভালো যদি হয় প্রেম
স্বপ্নের চেয়েও আগে যদি হয় দেখা
স্রোতের চেয়েও বেঁকে যায় যদি মন
কিভাবে পাঠাবো ছুঁয়ে থাকা প্রেম লেখা !!


কিভাবে জানাই এতো শুভ প্রীতি রাত
দু'জনে মেলাই দুই হাতে দুই হাত।


ফুলের চেয়েও লাগে যদি তার ঘ্রাণ
আকাশ থেকেও নীল হয় তার চোখ
ভোরের থেকেও ফোটে যদি মুখে আলো
কখনো চাবো না এই প্রাণে কোনো শোক।


মেঘের ভেলায় ভেসে ভেসে গাবো গান
আমরা হবো যে এক দেহ এক প্রাণ।


পাখির থেকেও সাধ, উড়ে যাই দূরে
রাতের বাসরে প্রিয় চাঁদ উঁকি মারে
শিশির থেকেও স্মৃতি রেখা বুকে করে
সকল সময় পার হবো সিঁড়ি ধরে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
টুঙ্গিপাড়া,