ধু ধু খোলা মাঠ, পান গুয়া হাট, জুড়ে মাতে কারা
খুঁজে পাই যদি, মন এক নদী, বয়ে দেবো ধারা।
যায় বয়ে রাত, আধ খানা চাঁদ, ডোবে একা একা
প্রেম নাই মনে, তাই এই ক্ষণে, হয় নাই দেখা।
বলে নাই প্রিয়, ফুল মধু নিও, নিও যতো পারো
চিঠি ভরা খামে, গিয়ে যদি নামে, চোখে জল আরো।


আহা! ভাবি এতো,দেখা হবে নাতো, রঙ ছড়া হাটে!
একা ঘুরে মরি, পার হই তরী, সোনা ফুল ঘাটে।
খাল বিল নদী, ফিরে পাই যদি, মাঝি মাল্লা নাও
প্রিয় ফুল তুলে, সব ব্যথা ভুলে, যাবো দূর গাঁও।
রোদ ঝল মল, নদী মাঠ স্থল, বন বাদা ঠেলে
ছুটি তার দিকে, আরো রাখি লিখে, সব কিছু ফেলে।