স্মৃতির চোখে তাকালেই ভিজে ওঠে চোখের উঠোন
ফিকে হয়ে আসে অতীত ঐতিহ্য, ঐশ্বর্য
সুতো ছেঁড়া ঘুড়ির মতো স্মৃতিপূর্ণ আবেগের নৌকাগুলো পালছিঁড়ে ভেসে আসে হৃদয়ের মোহনায়।


স্মৃতির চোখ মেললেই শুনি অদূরে গর্জায় মধুমতী
রাত্রির অন্ধকারে দুগ্ধবতী মায়ের শিশুসহ বাঁচাও বাঁচাও চিৎকার, স্মৃতিময় বাড়িঘর, মসজিদ মন্দির কবরস্থান, ছেলেদের খেলা করা মাঠ, পাঠশালা, বাঁশঝাড় আরো আরো গাছপালা, ঘাস
সবই সেই অতল নদীর পেটে, তাই নিয়ে আজও চলে স্মৃতিদের বসবাস।


আরো দেখি,
ধানি জমি, শিশির ভেজা স্মৃতিময় ঘোষের ঘাটের মাঠ,
আঁকাবাঁকা মেঠোপথ,গোধুলির মায়া, জোনাকির চিবুক ছুঁয়ে রাত্রির আনাগোনা-


স্মৃতি চোখ ঠোকরায় মন্বন্তরের খুদিত শকুন
স্বপ্ন কিশোর, মায়ের চুম্বন
অন্তরে জমে থাকা গার্হস্থ প্রেম, আকাশের বুক চিরে শ্রাবণের গর্জন।
আহা! সবকিছু ছিল একদিন, সবকিছু.......


=========================