কত কী যে মোছা হয়ে গেলো আজ
ভেসে গেলো মধুমতি জলে
তড়পানো স্মৃতি, অগোছালো সুর আর মনচুরি খেলা
হলুদ খামের মাঝে প্রণয়ের চিঠি।


কত কী হারালো পথ দো' টানার হাট
বৈঁচির কাঁটা বেঁধা হরিৎ বিকেল
দোয়াড়ি পাতবার খাল, হাঁটা মেঠো পথ
শিমুলের তুলো উড়া চৈতি বাতাস
দুধেল গাভীর বাঁটে আঁটুলির শোক।


মন বলেঃ
আহ্! পাঠশালা হতে ফেরা গুরু মহাশয়
চিন্তার ভাঁজে ফেলা ক্ষুধার্ততায়
আর কি জ্বালবে ঘরে পিদিম আলো?
আর কি ফিরবে ঘাটে স্মৃতির পাথর?


জানি তো,
পুরোনো ঠিকানায় নেই লোভী মৌমাছি
রবির তাপিত চলমান জীবনের কাছে
বারেক ফিরে
আরো কিছু চাওয়া আর পাওয়া বাকী আছে।