মেঝেতে ছড়ানো দুঃখ, কালো রং শোক
বিধ্বস্ত মনের আকাশ জুড়ে কাছের মানুষ,দূরের মানুষ
বার্তা জানাতে এসেও সমৃদ্ধির ঝড় জল উড়িয়ে নেয় যতসব সম্পর্কগুলো
তাতে ঠিক বুঝে নেওয়া যায়, চলছে ওখানে ফাগুনের মাতাল বাতাস।

ফুলে ফুলে হলেও ঘ্রাণ, পাতা ঝরবার দিনে কেউ এসে বলেনা একটি বার," বৃক্ষশাখে আবার গজাবে কুঁড়ি; অদূরে ভবিষ্যৎ-"
শুধু চলে লোকাচার অলীক অসার


আহা! কেউ কারো শোকে কারো ব্যথায় ব্যথিত হলেই বুঝি সেই আপন হয়?
না, সে কখনো সাপের ফণার থেকেও হতে পারে খুনী মোশতাক, হতে পারে সেই তার সেরা অভিনয়
মানুষের ভীড় ঠেলে সত্যিই আজ মানুষ চেনা দায়।


জলরঙে এঁকে রাখা সেই সব পাখি, কবেই দেখে গেলো স্বপ্নের পৃথিবী মিটিমিটি চোখে
                   আলোর আলোয় তার খুব ঝকমকি
অশ্রুদিনেও তার বিপরীত ছায়া এসে ঢেকে রাখে মুখ
রেখে যায় স্মৃতি তার ঝরে পড়া পালকের অসুখ
শোক তাই বিচ্ছিন্ন দ্বীপের মতো নয়,
                                    গেঁথে রাখা বুকের জমিন
শোকদিনে চিনে নেয়া যায় কাছের মানুষ, দূরের মানুষ।