ফুলের বনে ফুল ঝরেছে কোন সে কালে
এখনো সে ফল পাকে না
পাখি ডাকা শুরু হোলো কেন সে রাতে
এখনো সে ভোর হোলো না
শরৎ এলো কাশের বনে কোন সে আঁধার
চোখের শ্রাবণ আর থামে না
মাগো তোমার আঁচল খানি ভিজিয়ে রেখে
আর কতকাল নেবুর তলে দাঁড়িয়ে থাকা
দেহের তলে ক্ষুধার চিহ্ন যায় কি মাগো ঢেকে রাখা?


যুবক ছিল তোমার ছেলে যুদ্ধে গেলো জীবন যুদ্ধে
মাসের পরে মাসটি গেলো বছর ঘুরে বছর
মিললো না গো টাকা কড়ি মিলল না খোঁজ খবর।
দুঃসময়টি তোমার কাটে একেবারে গতর খালি
চৈত্রাগুনে জ্বলেই যাচ্ছে তোমার বুকের গেরস্থালী
করতে পারি কী আর মাগো
                        তোমার জ্বলায় নিত্য জ্বলি
তোমার শোকে শোক পাথরে
                         আগামী দিন গুনেই চলি।
*****************************
টুঙ্গিপাড়া,১০/০৯/২০২০