সূর্য থেকে স্নান করে নেবো অবশেষে
কেননা চুম্বন শেষে কিছুটা আনন্দ পকেটবন্দী করে কিছুটা গোপন রেখে দাঁড়াবো পাইকারী হাটে
মেরু দূর পথ, হোক সে সাদা বরফের ভালোবাসা
মিলিয়ে নেবো সুখ একফালী ওই সেই চাঁদনীরাতে চাদরে গলাজড়াজড়ি উষ্ণদেহ নাভিমূল ভেজা
মুহূর্ত কিনে নেবো দামহীন দরে
একদণ্ড দাঁড়াও না মনফুল বনে!


নদী পার হই বার বার।
এপারের সুখ ভালোবাসা
ওপারের খামতিটুকু একটানা চেয়ে দেখি
কী  অসীম গতি তার, ধুমায়িত অতীত !
দুঃখেরও সীমা থাকা দরকার!
দুঃখী সর্বস্ব খোয়ানো মাতাল বাতাস,
তোমাদের দেবো কী দামে একটি সুখহীন চুম্বন!


আশাহীন হইনা কখনো
তৃষ্ণার কালো বুক পকেটে পুরে রাখা পৌরুষ জাগিয়ে বেদনার হাট পুরে নেবো আমূল রক্তবীজে
গজাবে সোনাঝরা চাঁদ, ভালোবাসার সূর্য খুব ভোরে
পূর্ব আকাশে।
******************************
২৬/০১/২০২০