ঈর্ষা হয়?  ঈর্শা হলে করুণ
অবজ্ঞা করবেন না, ঘৃণা করবেন না
আমি আপনার ঘৃণা বা অবজ্ঞার কেউ নই
আমি আপনার বাড়া ভাতে দেই নাই ছাই
চলতেও দেইনি বাঁধা
নিশ্চয়ই আপনি নন সময়ের গাঁধা, আপনি সময়ের সচল মানুষ শাদা।


কষ্ট হয় ? আমার হয় হোক
আপনার নাই হোক, আপনি তো এলেন না এই ধারে
তবুও কেন ঈর্ষার কষ্টটা আপনার বাড়ে ?


রাত জেগে লিখি, ভাবনার আকাশে মেলি ডানা
কতশত লেখা পড়ি কতসুন্দর, হাবিজাবি, বমি
আহা!  বলতে গেলেও ঘৃণার পাত্র আমি ?
এভাবে সাহিত্য চলে?
কত সুন্দর!মরি মরি!চমৎকার,অসাধারণ,বুননে ঠাসা;  না দেখে, না বুঝে এতো এতো বিশেষণে যারা বলে
তারা জেনেও জানলো না একটা সংস্কৃতি, একটা উত্তরণ কতটা যাচ্ছে টলে !


ঈর্ষা হয় আপনার ? করুণ
ঘৃণা করবেন না, অবজ্ঞা করবেন না
আমি আপনার ঘৃণা অার অবজ্ঞার পাত্র নই
যেটা সত্য,যা দরকার বলার, বলে দেবার তাই ই আমি বলি। সাহিত্য সময়ের, গোটা বিশ্বসাহিত্যের সেই তালে আমি চলি।


ঈর্ষা হয়,এর পরও ? হোক
যদি হোন আপনি কাব্য কবিতার লোক
একটু দেখুন, চোখ কান খোলা রেখে
প্রকৃতিও সাজে কত চিত্র বিচিত্র এঁকে
আঁকুন আপনি অফুরান জলরঙে
এ জগতের যতো ভাই বোন বন্ধুজন, আমাকেও নিন আপনার পিছে, সঙ্গে।