নিখোঁজ নই আমি, কেবল সংবাদ নেই আমার
কেউ জানতেও চাইবে না
আমি হারিয়ে গেছি ধোয়ার কুণ্ডলীতে
রাত শেষে আমি আরেক রাতের গুহায় নিপতিত হই
বিশুদ্ধ বাতাস আমার বড্ড প্রয়োজন
বিশুদ্ধ জল আর কৈশোর আমার বড্ড প্রয়োজন
গাছেদের,পাখিদের উৎসব আমার বড্ড প্রয়োজন
আজও আমি জীবনের লেলিহান বহ্নিশিখার মাঝে
আমার পাখি ধরা শৈশব খুঁজি
আমার কৈশোর তারুণ্য যৌবনে বয়ে যাওয়া
নদীর কলতান খুঁজি।


এখন আমি কোনো তদন্ত কমিটির সদস্য নই
কোন মিথ্যা প্রচারকও না
আমার তথ্য প্রতিবেদনে কারো কিছু যায় আসে না
আমি যতই গলাবাজি করি
কাঠ ফাটা রোদ্দুরে গলা ফটকাই
যতই আওয়াজ তুলি
জানি, খুব বেশী দূর পৌঁছবে না
তবু আমি বলি, বলবো যতদিন বাঁচি
এই জনপদের মানুষগুলো ভালো নেই, স্বস্তিতে নেই
সার্বিক পরিস্থিতি সুখকর নয়।


যতই বুলি আওড়াই জিডিপি প্রবৃদ্ধির উর্ধগতি
মানুষের হাতে ঘুরছে অগুনতি টাকা
কুকুরের উলঙ্গ সংগমের মতো যতই দেখাতে থাকো উন্নতি শনৈ শনৈ
আমি কেন যেন বিশ্বাস করতে পারি না।
হয়ত কোন ব্যক্তি উড়ছে উন্নতির গ্রহ থেকে গ্রহান্তরে।


আমার নৈতিকতা নেই, আমার ভেতরে মনুষ্যত্বের শিক্ষা নেই, আমি অন্ধ, আমার চারপাশে তাকানোর অবসর নেই।
আমি অন্ধকারের বন্ধ দরজা খুলে দেখি
আমি আমার স্বার্থের কাছে বন্দী
আমি আমার মোটা ভবিতব্য গোছানোর কাছে বন্দী
স্বজনপ্রীতির কাছে বন্দী
প্রেম আর অপ্রেমের কাছে বন্দী।


সত্যি বলতে কি? আমি মানুষ হতে পারিনি আজও
নৈতিক শিক্ষা আমাকে আঘাত করেনি
দুঃখের তাপিত আলোয় আমি আলোকিত না
আমার চক্ষু কর্ণে মানুষের হাহাকার পৌঁছে না।


আমি তাই নিজেকেই দোষী করি
                       সমাজ, রাষ্ট্র, রাজনীতি বহুদূর!