তুমি কি চাও এই জ্যৈষ্ঠের বৃষ্টিতে অন্যকিছু ঘটুক
ঘটুক এমন কিছু গোপন লেনলেন
এমন আরোপিত সময় কেনই বা থেমে যাবে তবে
চলোনা নিরাপদে আরোহন করি তাপিত শরীর
নামিয়ে আনি তৃষ্ণার জল আবেগ কিছুটা কঠিন


এসো এমনি সঘন সন্ধ্যায় আবেগের তীক্ষ্ণ ব্যাধের
তুন হতে খসে পড়া বাণে বিদ্ধ করে যাই একে অন্যের
ভোর না হতেই দেখি বুনে যাওয়া ভরাক্ষেতে
ফসলের রোশনাই


এসো রাঙাই কৃষ্ণচূড়া লালে লাল সবুজ শাড়ি
বেদনার মাখাই পরাগ ফুল হতে ফুলে
এসো তুমুল চেতনা ঢালি সমস্ত আগামীর