অনুসোচনায় দগ্ধ হলে কী হবে ইয়ার?
যদি একফোটা ভালেবাসাও থাকতো ভেতরে তোমার
তাহলে তো গড়ে তুলতে কাঙ্ক্ষিত সম্পর্কের সেতু।


ভাবলেও না, এই প্রাতরাশ হতে পারে নৈরাশ্যের
এই বোহেমিয়ান চলা হতে পারে বেদনার
সময় আর সৌভাগ্য স্থির নয়, তুমি কি জানতে না?


এই রোদ্দুর তোমার একার নয়
বালিয়াড়ি, ধানক্ষেত তোমার একার নয়
এই ছুটে চলা অজস্র অসংখ্য কষ্টের মুখ তোমার একার নয়, ভালোবাসা ভাগ হলে স্নানঘরে ঝুলে থাকা মাকড়শার জালও হতে পারে রজ্জু ফাঁসির--


কী ভাবছো ইয়ার?
অসময়ে ভেবে কী আর টপকানো চলে কঠিন দেয়াল? মাঝরাতে কে দেখাবে আলোর ঝলকানি?
নৈরাশ্যের অন্ধকারে যে তুমি ফোটাবে সাহসের ফুল
যে তুমি বিলীন হয়ে গড়ে দেবে স্বপ্নের আগামী
সেই স্বপ্নকে ভেঙ্গেচুরে কতদূর চেয়েছিলে যেতে?


ভেবো না ইয়ার, দুঃখ পেয়ে বসে নেই কেউ
শ্রমে আর মেধায় আমূল পাল্টে গেছে জীবনের ঢেউ।
________________________________________