কোন স্মৃতি তাড়া আর করে না এখন
আমি কেবল ভাবতে চাই আমার আগামী,
মানুষ কেমন হবে আগামীর হাটে।
আকাঙ্ক্ষার ডানাগুলি কেমন করে মেলবে আকাশে
কেমন করে দাগ কেটে যাবে হৃদয়ের সবুজ ঘাসে!


বলতে পারো মধুমতী ? একশো বছর আগে তোমার পললে রূপশালী কেমন ফলাতো অঘ্রাণ?
আর এখন? আগামী একশো বছর পর?  
বাঁচবে কি তোমার সর্পিল দেহ?  থাকবে কি ঘাটের খেয়া, শ্বশ্রূমণ্ডিত মাঝি নোয়াব আলি চাচা? অবারিত ফসলের মাঠ? কাদাজলের ডুবসাঁতার?


আমার কবরে কী ফুটবে নয়নতারা?
নাকি আমার সে দখল করা জায়গাটা ঝোপঝাড় বাড়িঘর রাস্তাঘাট হবে?  যুগে যুগে হয়েছে যেমন।
ভুলবে অনাগত বংশধর, প্রতিবেশী মানুষ সকল
যেমন করে আমরাও  ভুলে গেছি স্মৃতি অতীতের।