যার জন্য অনাদিকাল ধরে প্রতীক্ষায় আছে কেউ
সে ই কিনা এলো আজ
সে ই কিনা এলো আজ ভীরু বুনো পাখির মতো
শূন্যতা সাথে করে
যেই হাতের রিনিকি ঝিনিকি ঝংকারে,
চলার ছন্দে মোহিত হতো মন,
যেই গালের হাসিতে ভুবন পাগল হতো অবলীলায়,
যেই চোখ দেখে মনের ভেতরে দোদুল দুলে দুলতো কবিতা, যেই ঠোঁটে সর্বক্ষণ প্রলেপ লাগানো থাকতো ভালোবাসার
সেই হাত সেই গাল সেই চোখ আর ঠোঁট বলছে অন্য কথা, অন্যসব আলস্য বিকেল
অনাথ দুপুর, রাত্রির বৈষম্য খুলে নির্ঘুম চেয়ে থাকা।
আবছায়া তরঙ্গে বলছে যেন কেউ, "অসুখ করেছে, অসুখ! নগরীর আজ ভীষণ অসুখ!"


আহা! ভেতরে থামেনি অনন্ত প্রতীক্ষা তবু
থামেনি আকাঙ্ক্ষার বুদবুদ
নিঃশব্দের কাছে বারবার ফিরে যেতে যেতে
সঁপে দিতে চায় মন
বাড়িয়ে দিতে চায় আপনার হাত
সময়ের দোর্দণ্ড প্রতাপে সময় কী হবে আর?