অতেতুক স্বপ্ন গণিতায় ডুবে ডুবে মহামূল্যবান
মনি-মুক্তা খোঁজো কেন ব্যর্থ স্বপ্ন বালক?


সময়ে বুঝে নিতে হয়
শোরগোল করা লোকগুলো থামলো কেন?
ওরা কেন বুঝলো না, স্রষ্টাও শোনে না, দ্যাখে না সবসময়?
সময় ও সন্ধিক্ষণ কখনো কখনো    
স্রষ্টাকে, ক্ষমতাসীনকে অন্ধ ও বধির করে তোলে
বদ্ধ পাগলও কখনো কখনো থেমে যায়
নিরাসক্ত হয়ে পড়ে জীবনের ওপর, মোহতার ওপর।


কেউ একজন বলেছিল, -বোবার কোন শত্রু নেই, অন্ধেরও কোন উপমা নেই।
আবার অন্য কেউ বলেছিল - পরোপকারী! তুমি অপেক্ষা করো, ক্ষতির জন্যে।
মারতে চাও? প্রস্তুতি নাও মরার জন্যে।


কেউ কেউ বলেও থাকে, হৃত গৌরব প্রত্যাবর্তন করে না আর, অহংকারের পথ দলিত মথিত হয়ই হয়--


সময় বলে দেয় সময়ে হাঁটার শপথ
সময়ই বলে দেয় কখন থামতে হয়, কখন বলতে হয় চুপ থাকা অন্যায়।