সময় বয়ে যায়
শীতরাত্রির কুয়াশা পাড়ি দিয়ে
স্বপ্নরা ফুল হয়
পাখি হয়
হয় প্রজাপতি
বৃক্ষরা সাজে সুশোভন সাজ
তবুও বিবাগী চেতনা
ধারাপাত রাখেনা সময়ের


সে এক সময় ছিলো বড়
কারো মনে ফাগুন এসেছিলো বলে
নিস্তরঙ্গ পথের ওপারে
আন্ধা রাতেও চকচকে স্বপ্ন ছিলো
ছিলো আহবান
সময়ের কাছে সময় নিতুই বহমান


সময় বয়ে যায়
ক্রমাগত সময়ের হুঙ্কারে
জীবন কখনো আলোয়
কখনো অন্ধকারে
শিল্পিত খাবি খায়
কখনো সমতলে
কখনো বন্ধুর চালে সময় বদলায়
সময় বয়ে যায় অবলীলায়