এই খানে এই নদীতটে শোকাশ্রু রেখে বলেছিলাম
এসো হে সময়ের দেবদূত!
তোমার হস্ত প্রসারণ করে, এঁকে দাও সুবর্ণরেখা
আমি এই জীর্ণদেহে দুঃখ পাড়ি দিয়ে কান্নাকে ভুলে যাবো, আমি দুঃখের জমিন খুঁড়ে এনে দেবো সুখী কোলাহল, কুহকের অন্ধকার ভেদ করে পৌছে যাবো আলোর ইস্কুল।


এই খানে এই স্মৃতির বিদ্যাপীঠে শপথ রেখে বলেছিলাম, হে সময়ের দেবদূত! তোমার সুবর্ণরেখায়
আমিও এঁকে দেবো আগামীর ঘড়ি।
দেখে নিও, শ্রমের আন্দোলনে আমরা গড়ে নেবো ঘন বৃক্ষের প্রেম। জীবনের শেষ রক্তবিন্দু যদি লাগে অকাতরে দিয়ে দেবো তাও, তবু হোক আনন্দ নিকেতন। যেখানেই থাকি না কেন, তোমার আনন্দ গানে আমিও অমিয় আনন্দ হবো।


আজ এই আনন্দ নিকেতনে
স্বপ্ন সিঁড়ি ভাঙ্গার শব্দ শুনে বড্ড ভালোলাগে
নিকষ কালো অন্ধকার কেটে অরুণ আলোয় স্নাত হতে বড্ড ভালোলাগে।
হে সময়ের দেবদূত! এসো, তোমাকে জানাবো অভিবাদন।