দেশপ্রেম আছে কী বা নেই
ভাষা আজ বোবাদের ইতিহাস, রুগ্ন শরীর
মায়াভরা সেই ডাক শুনতে পাই না আর
ভুলে গেছি শিকড়ের টান
বাটনের চাপ আজ বড্ড বেশী চাপছে স্বদেশ।


সময়ের কবিগন কবিতায় নীরব এখন
তারা বলে, এ সময় কবিতা লিখতে বলো না
বলো না ছন্দে ছন্দে মন আনন্দে লেখা হোক
জীবনের কড়চা আবার।


আমরাও তো ভুলে গেছি প্রেম, পাখির কূজন
দেখতে পাইনা সেই খরস্রোতা নদী, জলের শ্রাবণ
সবুজের বুকে লাল সূর্যটা টলমল
বলেও না কেউ, "একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার।"


লিখতে বলো না কবিতা আবার
গান আর কবিতার অবিনাশী সুর নেই, হারিয়েছি সোনালি অতীত
এ সময় কবিতায় চলছে গদ্য যোগ
একেকটি অক্ষর ঠিক যেন পরমাণু রোদ,
শব্দগুলো বোমারু বিমান-
সময়ের শ্রেষ্ঠ কবি ও কবিতা এখন, "করোনা, ইউক্রেন-রাশিয়া, হামাস-ইসরায়েল।"