চোখ বুজে আর মুখ বুজে তুমি আমি
আর কতকাল থাকবো আলোর নীচে
ফাগুন জীবনে একবার আসে জেনো
আকাশ কখনো আসে না ভূতলে নেমে


প্রকৃতি আমাকে দিয়েছে পরাণ  ভরে
তার থেকে বেশী আসে শ্রমে আর ঘামে
মেধার বিকাশে তুলে আনো সব প্রেম
দেখবে কোথায় শুকতারা এসে থামে!


সান্ত্বনারা চিরকাল ঝড় জল রৌদ্রে
চিবুকের ভাঁজে ছুঁয়ে দিয়ে যায় আশা
জীবনের বাজি খাপ খোলা তলোয়ারে
সময়ের কাছে খু্ঁজে নিতে হয় ভাষা।


সময় কখনো বসে থাকবে না বলে
সময়কে ধরো মুঠো মুঠো সুখে ভরে।
★★★★★★★★★★★★★★★★★