নানান উপসর্গের টানে, টানতে পারেনা শরীর
বেঁকে বসে যখন তখন
সময়ের এমন সব রকমফের, অবাধ্যতা
হতাশাকে টেনে আনে জানি; ভাবনাও আসে বিস্তর
এভাবেই নিভে যাবে নাকি আমার সম্ভাবনার দ্বার?
*
মনকে সাজিয়েছি, ভুলতে পারিনি শৈশব
হাঁটি তাই রোজ গুটি গুটি পায়
হাঁটতেও চাই, না হাঁটার পথে আরো কিছুক্ষণ
যদি তার পড়ে ছেদ, কী করে মিটাবো সন্তরণ?
*
আহা! দীনহীন আমি! জ্বরা মরা অনটন ভেদ করে কতকাল টানি এ জীবন
বাড়ায়নি কখ্খনো সাহসের হাত কোনদিন
দুঃখীদিনে সুখ নেয়া সে সব স্বজন।


নেই তাতে ক্ষেদ, কোনো সন্তাপ
শুধু চাই যেতে, একটুকু আনন্দ পেতে
কলতান ভরা জীবনে আবার---