কেউ একজন বলেছিলো,
'আঁধার কোলে করে বসে থাকি
আলোর নিশানা দূর বহুদূর
ভালোবাসার অগুনতি পাখিরা উড়লেও
প্রত্যাশার পিঠে বসে থাকা সৌভাগ্য পাচ্ছি না খুঁজে।'


সে কী জানে?
সৌভাগ্য কখনো ডানায় আসে না ভর করে
তাকে অর্জন করতে হয়
তাকে আনতে হয় বুক চিতিয়ে,
বুদ্ধির বেড়াজালে আর কঠোর পরিশ্রমে।


ধ্রুব সত্যঃ
ক্রমাগত যুদ্ধ করেই মানুষ ওপরে ওঠে।