দৃষ্টিশূন্য দীর্ঘ অপেক্ষার পথ
ছায়া-ছায়া খেলা করে মৃত্যুর ঘুঘু
মানুষ পারেনি হতে নিখুঁত, নির্ভেজাল
অগুনতি স্বপ্ন আর ভাবনায় ডুবছে সবসময়।

আলো আর অন্ধকারের আলাপচারিতায়
ক্রমাগত বাড়ছে খেলাপি প্রেমিক
প্রতিজ্ঞারা ভুলছে চাঁদ-জোছনার সম্পর্ক
কিম্বা বয়ে যাওয়া নদী-পাহাড়।


আহা!
এই করতলে জ্বলন্ত সবুজ আগুন, বেশরম রোদ
আজও চালান করে লম্বা অনুভূতি
আজও দীর্ঘশ্বাস জমে জমে সৃষ্ট মেঘ
বৃষ্টি নামায় মনের ভেতর
স্মৃতির আগুনে পুড়ে পুড়ে হতে হয় আনন্দ সন্ধানী।
কেননা মন ভালো হলে ক্ষয়িষ্ণু চাঁদও
আকাশকে করে আলোকিত
কর্কশ বাঁশিও টানে সুরের অপূর্ব মোহতায়
বৈষ্ণবও ধরণীতে বাঁধে সুগভীর প্রেমের সংসার।


মন তবু কখনো আকাশ, কখনো নদী
আনন্দ, বেদনা, সুখ আর দুঃখের সংমিশ্রণ।