গভীর রাতেও কী এক অপেক্ষায় জেগে থাকি
কেউ যদি জানতে চায় একবার
বিরহের কোন আগুনে পুড়ে যায়
তামাটে জোছনার চাঁদ
দুষ্টের আগুনে কেন পোড়ে স্বদেশ আমার
কেন দগ্ধ নিঃস্ব হই হররোজ তাড়িত দহনে !


কী জবাব দেবো তার--
মায়াবী পাথরে ডুবে গেছে পরমায়ু আমার
ডুবেছে অপেক্ষার প্রেম
এমন দুঃসময়ে আর নাই সুস্থির আশা
তামাটে পৃথিবীতে সুখ চাঁদ প্রয়োজন ফুরিয়েছে জেনে
এখনও চেয়ে দেখি, জোর যার মুল্লুকটি তার