মন যদি চায় তুমি আসতে পারো সাথে
বারণ করবো না আর
যাবো চলে তীর বেঁধা পাখিটার মতো  
সইব ব্যথা একান্ত নির্জনে
নিত্য নতুন হয়ে আসবো ফিরে,
তোমাদের বিপুল আয়োজনে, বাড়িয়ে দু 'হাত।


তারপর ;
তারপর, নিভৃতে কিছুটা সময় কাটিয়ে বেদনায়
উদাসী দুপুর যদি হই
মেঘমল্লার সন্ধার কাছে জলের নূপুরে হারাই ক্ষণিক
আধো ফোঁটা জোছনার ফুলে
কুয়াশার চাদরে ভোর হই যদি
কারো কি কোনো ক্ষতি হবে বলতে পারো ?
বিলি কেটে কেটে পার হওয়া নাড়ানো জীবনে
পাথরের লাবণ্য মেখে গায়
তুমিও থাকতে পারো কিছুটা সময়
আসতেই পারো ইচ্ছেটা নিজস্ব তোমার।


তোমাদের উন্মনা জীবনের রথে
এসো তাহলে জাগাই ফাগুন জ্বালাই আগুন দুরন্ত যৌবন
স্বপ্ন হোক বাস্তবের স্বর্গের সিঁড়ি।
******************************
টুঙ্গিপাড়া,১৬/০২/২০২০