স্বপ্নের ভেতরে স্বপ্ন এঁকে আমিও অবুঝ বনে ঝাঁপিয়েছিলাম,
প্রতিভার তুমুল রাঙা ঠোঁটে চুমু আঁকবো বলে ক্ষয়িষ্ণু চাঁদের কাছে আমিও জোছনার ব্যর্থ প্রার্থনা করেছিলাম।
মাছরাঙা চোখে বৃষ্টির ফোঁটা দেখতে দেখতে পুকুরের গভীর জলে পরখ করেছিলাম
কতটা ভালোবাসলে জলও একদিন পাখি হয়, মেঘ হয়, আকাশের অলীক রঙে বৃষ্টির ফোঁটা হয়
কতটা নিবিষ্ট হয়ে ভাবলে প্রেমিক হেসে আকাশ হয়,  প্রেমিকা নদী
কতটা কাছাকাছি এলে নিঃশ্বাসে আগুন ঝরে, পরশে সোনা
কী করে বোঝাই, বলো?
কেননা অমাবশ্যার গাঢ় অন্ধকারে স্রোতস্বিনী নদীর বাঁকে বড় ভয়! প্রতিভার দুর্দান্ত বোঝাপড়া!
স্বপ্ন তাই স্বপ্নই থেকে গেলো সারাটা জীবন।
__________________________
০৭/০৭/২১