সেই কৈশোরে স্বপ্ন দেখতাম
রাহাত খানের আমার বাড়ি গল্পের মতন আমারও একখান বাড়ি হবে
আমারও একটা পরিপূর্ণ সংসার হবে
আমিও মধুমতি জলের কাছে চুপি চুপি
আমার ছোঁয়াছে মনের কথাগুলি সাজাবো কবিতায়।


কতকাল কেটে গেলো তারপর_____
স্বপ্নের বাড়ি সাজানো হয়নি আর
মনে মনে কবিতায় বহুবার বানিয়েছি,
সাজিয়েছি অপরূপ সাজে
আবার ভেঙ্গেছি তা দু'চোখের নোনাজলে।


স্বপ্নে দেখা বাবলা গাছটা এখনো সাক্ষ্য দেয়
এখনো হরিতকি তলে, শটিবনে লুকানো নেউল কথা কয়, প্রতিভার বিজন রাতের গান মুগ্ধ করে ফেরে বেহুলা রাতের আকাশ।
এখনো প্রাণের ভেতরে অবয়ব ভেসে ওঠে।


আহা! আমার বাড়ি!!


তারপর দেখি
সত্যিই আমি এক পান্থ, সময়ের পান্থশালায় আছি
আমার কী দরকার আছে নিরুদ্দিষ্ট নিলয়?
আমার কী প্রয়োজন আছে ভালোবেসে তিলোত্তমা নগর আর নগরের বাসী হওয়ার ?


স্বপ্নে দেখা বাড়ি আর সাজানো কবিতা তাই
বুকের মধ্যে গেঁথে রেখে দিয়েছি
একলহমার বাড়ি আমার কিইবা আছে প্রয়োজন !
বুকের মধ্যকার সাজানো বাড়িটায় বসবাস করে যাই বাকীটা সময়।
*****************************
টুঙ্গিপাড়া,