আমি এক স্বপ্ন মানুষ
কেবল দুঃস্বপ্নেই বেঁচে আছি
বৃথা গেলো সব আয়োজন প্রত্যাশার গান
হলোনা আর অসাধারণ এই তাপিত জীবন


হলো আর কই ফুল কই পাখি কই
কোথায় উৎসের নদী তরুবীথি গিরিপথ
উতলা ভূমি গমনের শেষ অবধি
ব্যর্থতার সিঁড়ি ভাঙি হররোজ কস্তূরীর খোঁজে
দাবানলে ঝরে পড়ে হৃদয়ের সঞ্চিত ঘাম
কী দিয়ে মাপবো বলো স্বপ্নের দাম


জানলো না কেউ এই পথ চলা এই প্রত্যাশা
প্রত্যাশার কী পরিনাম
বুনেছি স্বপ্ন আকাশের
সোনার চেয়েও কতটা যে স্বপ্নের দাম
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::