কতদিন থাকি দূর ছাই সাবধান !    
স্বপ্নেরা আজও কুমারী বয়সী ফুল
পারি নাই তবু দাঁড়াতে জীবন মাঝে
বেড়েই চলেছে  বয়সের ব্যবধান।


স্বপ্ন! তোর জন্য কলঙ্কিত হই রোজ
আজও মিশরের মমি খুঁজে পাই সুখ
আজও ফেরি করি হরপ্পা নগরী ধরে
আজও আমি করি ক্লিওপেট্রার খোঁজ!


শপথ নিয়েছি হেরার পাহাড় ছুঁয়ে
নগর জুড়ে নোটিরা নাচেতো নাচুক
প্রেম ভরে থাক সত্তর হাজার গ্রাম
আয় হোলি খেলি তুই আর আমি দুয়ে


স্বপ্ন! তোর জন্য কলঙ্কিত হই আমি
এখনো তো তুই কুমারী বয়সী ফুল
এখনো তো তুই লালসা ছড়ানো ঘ্রাণে
পাগল করিস নদী মাঠ মন ভূমি।
__________________________
টুঙ্গিপাড়া,