কৃষকের বুকে ঠোকরায়  মন্বন্তরের ক্ষুধিত শকুন, ফসলশুন্য পুষ্পশুন্য মাঠ, কান্নার শব্দেরা ভাসে
রৌদ্রের দহনে ঝলসানো রাঙতা আগামীর ভেতর  
ক্ষুধার শয্যা পেতে দাঁড়িয়ে স্বপ্ন সকাল
হাহাকার চিৎকার কান্নার হাটবাজার
তবু কি অন্নহীন নামে মিছিল ভূখার ?


রমণীর দেহে নামে উদ্যত ফেনিল প্রত্যাশা প্রেম
প্রশ্নের ভেতর বাহির চলে আলো অন্ধকার
জাগিয়ে ভরা ভাদ্রের তীব্রতর হলুদ জ্যোৎস্নায়
উত্তপ্ত হয় কি কখনো উলঙ্গ অভিসার ?
ক্ষুধা আর গ্লানি যার একান্ত অধিকার!


তবু কী বসে থাকা যায়? দুঃখ পাড়ি দেবার দুরন্ত
স্বপ্নটা যার অস্থিমজ্জায়
কৃষক সে! হাতে যার দুর্বার প্রত্যাশার হাল
ফলাবে সোনার ফসল, হাসিমাখা সূর্যটা উঠবেই আগামীকাল।