স্বপ্নের মধ্যে আছি বলে
দিন ফুরায় রাত আসে
নিঃঝুম রাতের আকাশ, হাতছানি দেয়--- ডাকে
হুতোম পেঁচার ডাকের মতো
আধমরা ঝোপের আড়ালে নিশাচরীর মতো।


আমার জানা নেইঃ


এই কাঠফাটা দুপুরের রোদ্দুরে
একতাল মাংসপিন্ডের কি হা  হুতাশ !
শৈবালের ঠোঁট শুকিয়েছে সেই কবে
পদ্মের পাতারা মরেছে অবিচারে
তাদের দ্বোর গোড়ায় কি রকম উত্তপ্ততা
ডাক পেড়ে যায় ?
দিঘীর মাঝখানে হাটুজল
ঘটি ডুবিয়ে তৃষ্ণা পার এইতো  ?
কিন্তু তার মাঝে দুঃখের নদী সাঁতরে চলে সার্বক্ষণিক
বেদনার সাগরের ঢেউ অকাল বৈশাখীর।


আমার কি করণীয় বলো !


স্বপ্নের মধ্যেই আছি বলে
আমার স্বপ্নেরা বরাবর যাচ্ছে, আসছেও বারংবার।
******************************
১৯৯৪