পেলাম না অখিলের খোঁজ !


তিরিশ বছর ধরে খুঁজি তারে জেনেছি সে পাগল নিখোঁজ
রাস্তায় ফুটপাতে ঘোরে ফেরে রোজ।


কোন দুঃখ তার মনে ?
সরকার  নিভা তারে দিয়েছিল ব্যথা
               নাকি তার স্বপ্নের ছিলো ব্যাপকতা ?
কী করে জানবো এই এতোকাল পর--


জানতিস অখিল ? এই পৃথিবীর সকলেই
                  সকলেই হয়ে আছে নিরেট স্বার্থপর।
                  
মনে তো করেছি সেই কবে
                                একবার যদি দেখা পাই
                   তোর আর আমার কি হবে ?
আমি সেই ব্যর্থ নদী সাঁতরানো লোক
বল না অখিল, ব্যথা বেদনার সেই শোক
                              লোকেরে কী করে দেখাই--
দুঃখেরও তো সীমা থাকে,
                              দুঃখেরই ঘোরাই লাটাই!  


স্বপ্ন তো থাকলো স্বপ্নে, বাস্তবে যে আর দেখা নাই
তুই আর আমি
               এ জগতের সত্যিই এক স্বপ্ন পোড়া ছাই।
__________________________
টুঙ্গিপাড়া,রচনা ০৮/০৩/২০