এগিয়ে আসেনি কেউ, বলেওনি
এসো একবার বাতায়নে
এসো এই চঞ্চল সরোবরে বুনে দিই স্বপ্ন আগামীর
রেখে যাই পদচিহ্ন স্মৃতির।


আমি তো বীজমন্ত্রে দীক্ষিত অবয়ব এক
স্বপ্নকে লালন করি, স্বপ্নকে বুনে যাই প্রত্যহ প্রতিদিন
স্রোতের বিপরীতে হাঁটলেও একাকী সঙ্গীবিহীন
পেছন ফিরে তাকাই বারবার
যদিও অন্য কারো আসবার প্রয়োজন দেখিনা
অথবা অন্য কারো ছোঁয়া
দেখিনা খড়কুটো ধরে ভেসে থাকবার সামান্য আশা।


তবু কেন মনে জাগে সামান্য লোভ? স্মৃতি ধরে হাঁটবার প্রবলতম বাসনা ?