ভেবে দেখেছো একবারও?
চায়ের দোকানে যে কথাটা বার বার উচ্চারিত হয়
বারবার প্রতিধ্বনি ওঠে
তোমার মিথ্যার ওপরে আমার সত্য লুকায়িত
তোমার অলীক প্রাসাদে আমার ঘৃণার পাথরবাটি
তোমাকে বিদায় অভিবাদন
অনিবার্য দুর্গতির তুমিই ছিলে বিচিত্র অভিনেতা।
*
একবারও ভেবে দেখেছো?
দুঃখের নদী সাঁতরে নাকাল নগরে কী বীভৎসতা?
সম্ভ্রান্ত পাড়ায় তবু আদিমতা আর নিত্য সুরার ঝকমকি। নৃত্যের বৈভবে নষ্টের আগামী।
*
ভেবেছো একবারও?
গাঁও গেরাম ডুবে যায় সময়ের দুঃসহ সংগমে
আমি আমরা হারিয়ে যাবো, যাচ্ছি প্রত্যহ !
তুমি দূরে থেকো, এসো না কাছে
তোমার সাজানো বাগানে ফুল ফল শেষ হলে আবার  রোপিত হবে অগণিত মিথ্যার চারা
তোমার চারপাশ ঘেরা হাত, সে হাতে রক্ত পুঁজ ছিন্ন মস্তক অগুনতি রক্তাক্ত লাশ, পেছনে কান্নার মিছিল।
*
রক্তের সিঁড়ি বেয়ে তবুও আশায় থাকি
সব লোকালয়ে জ্বলুক স্বপ্নবাতি, প্রকৃতি ভাসুক সুখ হিমালয়ে, শৈশব হতে বার্ধক্য ধোকাহীন।
★★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,