স্বপ্নে দেখা সেই নদীটায় সাঁতরেছিলাম কাল পরশু
একটু শীতল হবার জন্যে
একটুখানি ভেজার জন্যে
সাঁতরেছিলাম নীল নিশানায় পারদ চূড়ো দেখার জন্যে
হাজার বছর যেই নদীটায় জল ঢেলেছো স্বপ্ন মেয়ে
সেই নদীটা স্বপ্নই হয়, স্বপ্নেই রয় অকূল সাগর
কখ্খোনো তার কূল কিনারা নয়ন মেলে দেখবার নয়
কখ্খোনো তা ছুঁয়ে দেখা,তোমার আমার কর্মটি নয়
স্বপ্ন সে তো স্বপ্নই হয়...


এমন কেন স্বপ্ন দেখি ?
বাস্তবতায় নাম লিখিয়ে কাব্যকথায় স্বপ্ন নিয়ে
উড়নচণ্ডী মনকে বলি।
মনকে বলি স্বপ্ন কেন  বুকের মাঝে খাচ্ছে খাবি! স্বপ্নই তো উড়ায় ঘুড়ি সমান তালে স্বপ্নমুখে।


সেই নদীটা দেখলাম আবার দেখলাম আবার মনের স্রোতে
কেন এতো অম্ল মধুর স্বপ্ন আঁকাও হরেক দিনে
অবুঝ আমি তুমিতো নও, তুমিতো নও আমার মতো।


এটাও জানি গানে গানে মোহন বাঁশী বাজাই মনে
স্বপ্ন দেখি কল্পনারই সমান সমান, বাস্তবে তা হবেই হবে বাস্তবায়ন
তবেই হবে ধরণীতে একটুখানি সুখের শয়ন।
***************************
টুঙ্গিপাড়া,